জীবনে সত্য/ সততার প্রয়োজনীয়তা কতটুকু?


জীবনে সত্য/ সততার প্রয়োজনীয়তা ঠিক ততটাই যতটা আমাদের শরীরের জন্য পুষ্টিকর খাবার। তবে ক্ষতিকর/অপুষ্টিকর (তবে চটপটে সুস্বাদু) খাবার খেয়েও বেঁচে থাকাই যায় কিন্তু সেটা ক্ষণিকের জন্য ভালো লাগলেও ভবিষ্যতে আমাদের শরীরে অনেক ধরনের ব্যাধির কারণ হয়ে দাঁড়ায়। 
ঠিক তেমনি আমাদের জীবনটা মিথ্যা দিয়ে ভরিয়ে তোলাই যায়, তাতে হয়তো আমরা ক্ষণিকের জন্য খুশি হতে পারি অথবা সুখের ছোঁয়া পেতে পারি। কিন্তু সেই মিথ্যে দিয়ে ভরা এই জীবন সুদুরপ্রসারি হতে পারে না। সত্যের পথে চলা কঠিন হলেও সেটা জীবনের মূল্যবোধ শেখাতে সাহায্য করে। আর সত্য কে জীবনের মূলমন্ত্র করে এগিয়ে চললে সাফল্য আসতে বাধ্য।
তাই জীবনে সত্য এর প্রয়োজনীয়তা ঠিক ততোটাই যতোটা আমাদের শরীরের জন্য প্রাত্যহিক খাবার জলের প্রয়োজন।

সবাই খুব ভাল থাকুন ও সুস্থ থাকুন ও ভাল রাখুন। 

Comments