Posts

জলের হাহাকার-একটি অনুগল্প

চারিদিকে হাহাকার! করোনা তে জনজীবন বিপন্ন। তবুও শিখলাম বারবার হাত ধুতে। অনেকক্ষণ ধরে সাবান দিয়ে হাত ধুতে। আর বাইরের থেকে এসে হাত পা ভালো করে ধুতে। কিন্তু মনে হচ্ছিল কি যেন একটা ভুলে যাচ্ছি। করোনা থেকে বাঁচতে গিয়ে কিছু বাঁচাতে ভুলে যাচ্ছি! এরপর বাইরে বাজারে গেছিলাম সব্জি আনতে। সেখানেই এক দোকানদার কে দেখলাম খুখখুক করে কাশতে। তাকে উপেক্ষা করে যাওয়ার উপায় নেই। তাই তার কাছেও কেনা কাটা করতেই হল। ভাবলাম বাড়ি এসেই স্নান সেরে নেব। বাড়ি এসে সোজা বাথরুমে ঢুকে গেলাম। কিন্তু একি! নল থেকে সামান্য কয়েক ফোঁটা জল পড়ে আর জল নেই। মনের মধ্যে এক বিশাল ভয় দানা বাঁধতে শুরু করল। ভয় টা করোনা এর জন্য নাকি অন্য কিছুর জন্য বুঝতে পারলাম না! সুপ্রভাত। যদি আমার এই অনুগল্পের বক্তব্য বুঝতে পারেন তো করোনা থেকে বাঁচার পাশাপাশি সেই অমূল্য সম্পদ ও বাঁচাতে থাকুন কারণ আমাদের আগামী প্রজন্মের কথাও ভাবতে হবে। ভালো থাকুন ও সুস্থ থাকুন।

অন্য কে বুঝতে আমাদের কি করা উচিৎ?

অন্যকে বুঝতে মন দিয়ে কথা শুনতে হবে তবেই সে কথাগুলো হৃদয়ে তে পৌঁছে যাবে। নিজের কথা চাপিয়ে দিলে বুঝবে কি করে? বুঝবে না সে বরং চলে যাবে অনেক দূরে। যতই বল অন্যকে বোঝা কঠিন কাজ নয় ধৈর্য ধরে অন্যের কথা মন দিয়ে শুনতে হয়। শুধু এটুকু করতে পারলেই থাকবে বোঝাবুঝি দুটি মনের মিলন হবে আর হবেনা খোঁজাখুঁজি। দেখবে সব বুঝে যাবে হবে সব পরিষ্কার পাল্টে যাবে স্বভাব তোমার আর ব্যবহার। তবুও যদি কঠিন লাগে তাও বুঝতে না চাও বলবো শুধু একজন মানুষের মত মানুষ হও। আমরা আজকাল এতটাই নিজেদের কে নিয়ে মেতে উঠেছি যে অন্যদের কথা ভাববার সময়টুকু নেই। আমরা কি আদতেও নিজেদের কে সঠিক ভাবে বুঝতে শিখেছি? মন দিয়ে কি আমরা বোঝার চেষ্টা করি? সবাই নিজের মনের কথা বলার জন্য ব্যস্ত তাই অপরকে বোঝা সম্ভব নয়। যদি নিজের কথা না চাপিয়ে অন্যের কথা ধৈর্য ধরে শোনা সম্ভব হয়, তবেই অন্যকে বোঝা সম্ভব। আর সব শেষে এটুকুই বলব যে আমাদের আগে মানুষের মত মানুষ হতে হবে। তাহলেই একমাত্র আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারব আর বুঝতেও পারব।

শৈশবে পড়া গল্পের স্মৃতি মন্থন (চাঁদের পাহাড়)

Image
শৈশবে পড়া গল্পের স্মৃতি মন্থন (চাঁদের পাহাড়) "শঙ্কর" চরিত্র যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য সৃষ্টি। প্রথম তাকে পাই "অগ্নি দেবের শয্যা" পড়ার মাধ্যমে স্কুলের পাঠক্রমে। এতটাই ভালো লাগে উপন্যাস এর এই অংশ টা পড়ে যে পুরো উপন্যাস টাই পড়ে ফেলি যা হল "চাঁদের পাহাড়"! হাজার কিংবা শত বছর বেঁচে থেকেও অনেকে কিছুই করতে পারেনা,আবার অল্প কিছুকালের জন্য পৃথিবীতে আসা কিছু মানুষ আজও আমাদের মাঝে বেঁচে আছেন।অমর হওয়ার জন্য জীবনের বৈচিত্র্যতা অর্জন করতে হয়,আর সেজন্য স্বপ্ন থাকতে হয়, ত্যাগ থাকতে হয়।উপন্যাসের নায়ক শঙ্কর তেমনি এক স্বপ্নবাজ যুবক। যার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর, দূর দেশে- শত দুঃসাহসিক কাজের মাঝখানে। সেই লোমহর্ষক গল্পের শুরু হয় আফ্রিকার অদম্য সিংহের নরমাংস ভক্ষনের ভীতিকর অভিজ্ঞতার মাধ্যমে। রুদ্ধশ্বাস অভিযান, লোমহর্ষক ঘটনাক্রম, কষ্ট, সাহস, বীরত্ব আর বন্ধুত্বের নানা উদাহরণ সৃষ্টির মাধ্যমে এগিয়ে যেতে থাকে উপন্যাসের কাহিনী! বই পত্র পরে আর ম্যাপ ঘেঁটে অর্জিত অভিজ্ঞতা দিয়ে এক অসাধারণ লেখনির মাধ্যমে আপনাকে নিয়ে যাবে আফ্রিকার গভীরে, সাভানা আর নিঝুম অরণ্যের গোলক

Is smartphone affecting our reading of novels?

Image
Effect of smartphone  I don't think I need to say what a smartphone is doing. It smartly steals our time and sometimes gives zero output. Most of the time people are busy with their smartphones doing nothing. If they are doing something then that is not a productive work. It is a modern era, so a smartphone has become a part of our daily life. Now coming to the question which is the effect of smartphone on the reading of novels. Everything has two opposite effects. on one hand we read a novel/stories through smartphone. On the other it save both our time and money. So it may seem really handy. But reading novel needs patience and if you are looking on your smartphone for a long time then you will have eye strain. It is almost impossible to continuously read novel through any smartphone.  More over the social sites are becoming dangerous than any drug. People are simply scrolling hour after hour. So it is affecting our habit of reading novel. People are getting attracted towards the

Indian Philosophy through Swami Vivekananda

Image
To read in bengali  Click Here “ Take up one idea, make that one idea your life. Think of it, dream of it, Live on that idea let the brain, muscles, nerves, every part of your body be full of that idea, and just leave every other idea alone. This is the way to success .”- Swami Vivekananda Meditation makes you wise India is the heart of philosophy. From the ancient age India is having such rich philosophies. We can find out in Buddhism, Jainism and who doesn't know about Chanakya? Now if I come to Hinduism then the philosophies are not only great but also very much essential in today's world. I am personally very much touched by the philosophy of Sree Ramakrishna Paramhansa and Swami Vivekananda. Because in their philosophy we can find that they are talking about mankind. How to become a human being and to love all. We all are struggling but if you follow the philosophy of Swami Vivekananda then you can be hugely successful. That's why I have started with that marvelous q

জীবনে সত্য/ সততার প্রয়োজনীয়তা কতটুকু?

Image
জীবনে সত্য/ সততার প্রয়োজনীয়তা ঠিক ততটাই যতটা আমাদের শরীরের জন্য পুষ্টিকর খাবার। তবে ক্ষতিকর/অপুষ্টিকর (তবে চটপটে সুস্বাদু) খাবার খেয়েও বেঁচে থাকাই যায় কিন্তু সেটা ক্ষণিকের জন্য ভালো লাগলেও ভবিষ্যতে আমাদের শরীরে অনেক ধরনের ব্যাধির কারণ হয়ে দাঁড়ায়।  ঠিক তেমনি আমাদের জীবনটা মিথ্যা দিয়ে ভরিয়ে তোলাই যায়, তাতে হয়তো আমরা ক্ষণিকের জন্য খুশি হতে পারি অথবা সুখের ছোঁয়া পেতে পারি। কিন্তু সেই মিথ্যে দিয়ে ভরা এই জীবন সুদুরপ্রসারি হতে পারে না। সত্যের পথে চলা কঠিন হলেও সেটা জীবনের মূল্যবোধ শেখাতে সাহায্য করে। আর সত্য কে জীবনের মূলমন্ত্র করে এগিয়ে চললে সাফল্য আসতে বাধ্য। তাই জীবনে সত্য এর প্রয়োজনীয়তা ঠিক ততোটাই যতোটা আমাদের শরীরের জন্য প্রাত্যহিক খাবার জলের প্রয়োজন। সবাই খুব ভাল থাকুন ও সুস্থ থাকুন ও ভাল রাখুন। 

Kerala's Elephant incident through song

Image
अब केवल एक चीज मुझे गहराई से सोचने में मजबूर कर दिया है। इंसान कैसे हैवान हो सकता है? पहली बार गाना लिखते हुए आंख में आंसू आ गया!  Song link: Click Here Lyrics: एक प्यारी हाथी मां बनने वाली थी एक नन्हा बच्चा वह लाने वाली थी। मगर क्या हुआ कुछ हो ही गया जान निकली थी दर्द सह के। एक प्यारी हाथी मां बनने वाली थी एक नन्हा बच्चा वह लाने वाली थी। उसे भूख लगी थी खाना खोज रही थी परेशान थी वह बच्चे के लिए। विश्वास करके एक इंसान के पास आई खाना मिलेगा यह सोचकर आई। मगर जो हुआ वह कैसे बताएं हैवानियत जो देखा उसने। इंसान नहीं वह था कोई एक शैतान खाने में डाला फटने वाला कोई बम। फिर जो हुआ  मुंह जल ही गया उसके बाद वह कभी खा नहीं सकी। क्या बीती होगी तब उसके वह मन में एक तालाब में रहकर सोचती रही। यह जो खून हुआ दो जान एक साथ इंसानियत कहां बोलो भगवान। एक प्यारी हाथी मां बनने वाली थी एक नन्हा बच्चा वह लाने वाली थी। #justiceforelephant #keralaelephant