জলের হাহাকার-একটি অনুগল্প

চারিদিকে হাহাকার! করোনা তে জনজীবন বিপন্ন। তবুও শিখলাম বারবার হাত ধুতে। অনেকক্ষণ ধরে সাবান দিয়ে হাত ধুতে। আর বাইরের থেকে এসে হাত পা ভালো করে ধুতে। কিন্তু মনে হচ্ছিল কি যেন একটা ভুলে যাচ্ছি। করোনা থেকে বাঁচতে গিয়ে কিছু বাঁচাতে ভুলে যাচ্ছি! এরপর বাইরে বাজারে গেছিলাম সব্জি আনতে। সেখানেই এক দোকানদার কে দেখলাম খুখখুক করে কাশতে। তাকে উপেক্ষা করে যাওয়ার উপায় নেই। তাই তার কাছেও কেনা কাটা করতেই হল। ভাবলাম বাড়ি এসেই স্নান সেরে নেব। বাড়ি এসে সোজা বাথরুমে ঢুকে গেলাম। কিন্তু একি! নল থেকে সামান্য কয়েক ফোঁটা জল পড়ে আর জল নেই। মনের মধ্যে এক বিশাল ভয় দানা বাঁধতে শুরু করল। ভয় টা করোনা এর জন্য নাকি অন্য কিছুর জন্য বুঝতে পারলাম না!

সুপ্রভাত। যদি আমার এই অনুগল্পের বক্তব্য বুঝতে পারেন তো করোনা থেকে বাঁচার পাশাপাশি সেই অমূল্য সম্পদ ও বাঁচাতে থাকুন কারণ আমাদের আগামী প্রজন্মের কথাও ভাবতে হবে।

ভালো থাকুন ও সুস্থ থাকুন।

Comments