অন্য কে বুঝতে আমাদের কি করা উচিৎ?


অন্যকে বুঝতে মন দিয়ে কথা শুনতে হবে
তবেই সে কথাগুলো হৃদয়ে তে পৌঁছে যাবে।
নিজের কথা চাপিয়ে দিলে বুঝবে কি করে?
বুঝবে না সে বরং চলে যাবে অনেক দূরে।
যতই বল অন্যকে বোঝা কঠিন কাজ নয়
ধৈর্য ধরে অন্যের কথা মন দিয়ে শুনতে হয়।
শুধু এটুকু করতে পারলেই থাকবে বোঝাবুঝি
দুটি মনের মিলন হবে আর হবেনা খোঁজাখুঁজি।
দেখবে সব বুঝে যাবে হবে সব পরিষ্কার
পাল্টে যাবে স্বভাব তোমার আর ব্যবহার।
তবুও যদি কঠিন লাগে তাও বুঝতে না চাও
বলবো শুধু একজন মানুষের মত মানুষ হও।

আমরা আজকাল এতটাই নিজেদের কে নিয়ে মেতে উঠেছি যে অন্যদের কথা ভাববার সময়টুকু নেই। আমরা কি আদতেও নিজেদের কে সঠিক ভাবে বুঝতে শিখেছি? মন দিয়ে কি আমরা বোঝার চেষ্টা করি? সবাই নিজের মনের কথা বলার জন্য ব্যস্ত তাই অপরকে বোঝা সম্ভব নয়। যদি নিজের কথা না চাপিয়ে অন্যের কথা ধৈর্য ধরে শোনা সম্ভব হয়, তবেই অন্যকে বোঝা সম্ভব।

আর সব শেষে এটুকুই বলব যে আমাদের আগে মানুষের মত মানুষ হতে হবে। তাহলেই একমাত্র আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারব আর বুঝতেও পারব।

Comments